Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ২৪ জুন ২০২১
আপডেট: ১৯:২৭, ২৪ জুন ২০২১

নুসরাতকাণ্ডে মুখ খুললেন রাজ চক্রবর্তী

বর্তমানে আলোচনার শীর্ষে টালিউড নায়িকা নুসরাত জাহান। স্বামী নিখিলের সঙ্গে  আনুষ্ঠানিক ছাড়াছাড়ি না হলেও দুজন আলাদা থাকছেন দীর্ঘদিন ধরে।

আলোচনা-সমালোচনার মধ্যেই নিখিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন নুসরাত। অভিনেত্রীর দাবি, তিনি নিখিলকে বিয়েই করেননি, একসঙ্গে থেকেছেন মাত্র। এমতাবস্থায় তাকে ডিভোর্স দেওয়ার কোনো যুক্তি নেই।

অথচ লোকসভায় নুসরাত যে শপথ করেছেন, সেখানে নিখিলকে বিয়ে করার কথা উল্লেখ করেছেন।

এবার নুসরাতকাণ্ডে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ব্যারাকপুর থেকে নবনির্বাচিত বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী নুসরাতের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। এখন একই দলের হয়ে রাজনীতি করছেন।

রাজকে নুসরাতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নুসরাত খুব বুদ্ধিমতী মেয়ে। আমার তো ওকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান বলেই মনে হতো। কিন্তু ও যখন ওই কথাগুলো বলেছে, প্রেজেন্স অফ মাইন্ডে হয়তো ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস— কোনটা কোথায় বলা উচিত, সেটি ও খুব ভালো করে জানে। ও একজন সংসদ সদস্য, একটি দলের প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস— ও ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে। যদিও এটি সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।’

সংসদে শপথবাক্য পাঠের সময় নিজের নামের সঙ্গে নুসরাত জুড়ে দিয়েছিলেন স্বামী নিখিলের পদবি। কিন্তু সবাইকে চমকে দিয়ে কয়েক দিন আগে অন্তঃসত্ত্বা নুসরাত জানান, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি। তারা লিভ টুগেটার সম্পর্কে ছিলেন। এর পরেই শুরু হয় নতুন বিতর্ক। নুসরাতের বিপক্ষ দল বিজেপি এ কথা লুফে নিয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ