Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ২৬ জুন ২০২১
আপডেট: ১৯:২০, ২৬ জুন ২০২১

ভুয়া ভ্যাকসিন নিয়ে অসুস্থ মিমি

কয়েকদিন আগেই ভুয়া টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী। তার চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়লেন এই তারকা।

শনিবার (২৬ জুন) ভোর থেকেই সমস্যা শুরু হয় মিমি চক্রবর্তীর। অবস্থা খারাপ হওয়ায় তার বাড়িতেই হাজির হন চিকিৎসকরা। আপাতত বাড়িতেই আছেন তিনি।

গত ২২ জুন কসবার নিউ মার্কেট এলাকার একটি ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে কোভিড ভ্যাকসিন নেন মিমি। কিন্তু পরে তিনি জানতে পারেন কলকাতা পৌরসভার অনুমতি ছাড়াই এই টিকাকরণ কেন্দ্রটি চলছিলো।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুয়া আইএস অফিসার দেবাঞ্জন দেবের উদ্যোগে আয়োজিত ওই কেন্দ্রের টিকার কোনও ভায়ালেই ছিলো না ম্যানুফ্যাকচারিং বা এক্সপায়ারি ডেট। গায়েব ছিলো ব্যাচ নাম্বারও।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, করোনা ভ্যাকসিনের পরিবর্তে পাউডারের সঙ্গে পানি মেশানো তরল পদার্থ কিংবা অ্যামিকাসিন দেওয়া হয়েছে। তাই মিমির শরীরে কী বইছে পাউডার গোলানো পানি নাকি অ্যামিকাসিন? তা জানতে শুক্রবার (২৫ জুন)  টালিউডের জনপ্রিয় এই তারকার স্বাস্থ্য পরীক্ষা হয়। তবে সেসময় পর্যন্ত সুস্থ ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন সেই কথা।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ