Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫০, ২৬ জুন ২০২১
আপডেট: ১০:৩৯, ২৭ জুন ২০২১

শুটিংয়ে ফিরছেন পরীমণি

পরীমণি

পরীমণি

শুটিংয়ে ফিরছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। আগস্টের শুরুতে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘বায়োপিক’- সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন সিয়াম। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে অভিষেক হবে সঞ্জয়ের।

এ বিষয়ে নির্মাতা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।  

পরীমণি অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছে। এছাড়া ‘দ্য অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, 'মুখোশ'সহ এই অভিনেত্রীর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নাসির-অমিচক্র। ন্যায্য বিচার দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই চিত্রনায়িকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ