Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ২৭ জুন ২০২১
আপডেট: ২২:৪৫, ২৭ জুন ২০২১

থানা থেকে বেরিয়ে যা জানালেন পরীমণি

পরীমণি

পরীমণি

দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জিজ্ঞাসাবাদ করেছে সাভার থানা পুলিশ। প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বের হন নায়িকা।

রোববার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানা থেকে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপ করেন পরীমণি।

পরীমণি বলেন, আমি তো মামলার অগ্রগতির জানতে এসেছি। আমার তো আসলে আগেই আসার কথা ছিলো। আমার শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি। যেহেতু শাটডাউন হয়ে যাবে তাই চিন্তা করে আজকেই এসেছি।

ন্যায়বিচার নিয়ে কতটুকু আশাবাদী এমন প্রশ্নে তিনি বলেন, আমি খুবই আশাবাদী। সবাই আমাকে এতবেশি সাপোর্ট দিচ্ছে এতে আমি খুবই প্লিজড।

চার ঘণ্টায় থানায় কি জিজ্ঞাসাবাদ করা হলো এমন প্রশ্নে পরীমণি বলেন, ওখানে যা যা হয়েছিলো ওগুলা আমাকে বলতে হয়েছে। তারা তো ওসব শোনেনি। তাদের তো ঘটনা শোনা উচিত। এজন্যই দেরি হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, পরীমণি আজ নিজে থেকেই থানায় এসেছেন। আমাদের থানায় নাসির-অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলার ডেভেলপমেন্ট নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে মিডিয়ার সঙ্গে কথা বলবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ