Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৩০ জুন ২০২১
আপডেট: ১৯:১৬, ৩০ জুন ২০২১

‘স্টারদের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বন্ধ হোক’

নাটক হোক বা সিনেমা, বহুকাল ধরে সেটি অভিনেতা বা অভিনেত্রীদের নামে পরিচিতি ও প্রচার পেয়ে আসছে। যেমন ইলিয়াস কাঞ্চনের ‘বেদের মেয়ে জোছনা’, মান্নার ‘আম্মাজান’, শাকিব খানের ‘প্রিয়া আমার প্রিয়া’ ইত্যাদি। এভাবেই দর্শক ভালো চেনে। অথচ, পর্দার পেছনে যে বা যারা ওই নাটক, সিনেমাগুলো পরিচালনা করেন বা অর্থ লগ্নি করে নির্মাণের ব্যবস্থা করেন, তাদের নাম প্রকাশ পায় না। প্রকাশ পায় পাত্র-পাত্রীর নাম।

দীর্ঘদিন ধরে চলা আসা এই নীতির বিরুদ্ধে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার মতে, যে যেটা সৃষ্টি করবে, সেটা তার নামেই প্রচার হওয়া উচিত। নিজের ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে এই কথা জানিয়েছেন চঞ্চল। পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে অনুরোধ জানান, তারকাদের নাম ভাঙিয়ে নাটক-সিনেমা বিক্রি বন্ধ করা হোক। চঞ্চলের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘একটা সময় পর্দায় লেখা হতো… সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ বা হুমায়ুন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ বা মামুনুর রশীদের নাটক বা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ বা সালাউদ্দিন লাভলু’র নাটক..ব্লা ব্লা ব্লা…..এরকম মেনে নিতে আপত্তি নেই…কারন যাঁর লেখা, তারই ডিরেকশান হলে এটা লেখা যায়…।

কিন্তু ইদানীং দেখি, দেশি বা বিদেশি ওটিটি প্লাটফর্মগুলোতে শিল্পীর নামে লেখা হয়, অমুকের নাটক বা ওয়েব সিরিজ…। যেহেতু শিল্পীদেরকেই দর্শকরা বেশি চেনেন, সেই ব্যবসায়িক সুযোগটা নেবার জন্য এরকম লেখা হচ্ছে….।

এবার বলুন তো, একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের। প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেয়া যায়। যেমন গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘মনপুরা’ বা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর ‘তাকদীর’। আমি বলবো…এটা ঠিক নয়। ‘তাকদীর’ সৈয়দ শাওকীর বা হৈ চৈ-এর। আমি এতে অভিনয় করেছি মাত্র।

লিখলে এটুকুই লিখবেন, চঞ্চল চৌধুরী অভিনীত ’তাকদীর’। আর স্ক্রিপ্ট রাইটারদের কথা কি বলবো?? তাঁরা তো সর্বদাই অবহেলিত। তাই যাঁর যাঁর প্রাপ্তি তাঁর তাঁর হোক। নাম বেচা বন্ধ হোক। স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক। নাটক বা সিনেমা টিম ওয়ার্ক। এটা মনে রাখলেই চলবে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ