Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ৩০ জুন ২০২১
আপডেট: ১১:০০, ১ জুলাই ২০২১

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে দিলীপ কুমার

দিলীপ কুমার

দিলীপ কুমার

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৯৮ বছর বয়সী এই অভিনেতাকে।  

হাসপাতাল সূত্রে খবর, আগাম সুরক্ষার কথা ভেবেই আইসিইউতে রাখা হয়েছে দিলীপ কুমারকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, মঙ্গলবার শ্বাসকষ্টের সমস্যা দেখা যাওয়ায় তাকে হিন্দুজা হাসপাতালের নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরবর্তীতে চিকিত্সরা তাকে ভালোভাবে পর্যবেক্ষণে রাখার জন্য আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। তবে অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানান। 

এর আগে গত ৬ই জুন এই হাসপাতালেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল তাকে। পরবর্তীতে জানা যায় বর্ষীয়ান অভিনেতার ফুসফুসে পানি জমেছে। তবে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। নির্দিষ্ট চিকিৎসা শেষে, পাঁচদিন পর ছুটি দেওয়া হয় তাকে। আবারো নতুন করে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হল তাকে।

হিন্দি ছবির ‘ট্র্যাজেডি কিং’ নামে পরিচিত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালে অবিভক্ত ভারতের পেশোয়ারে। তার প্রকৃত নাম ইউসুফ খান। ছয় দশকের অভিনয় জীবনে দিলীপ কুমার পেয়েছেন অসংখ্য পুরস্কার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ