Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ৩০ জুন ২০২১
আপডেট: ০০:১৭, ১ জুলাই ২০২১

আমার ৫-১০ কোটি টাকার গাড়ি-বাড়ি নেই: পরীমণি

পরীমণির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত ছবি।

পরীমণির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত ছবি।

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে মামলা করার পর থেকেই আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। আজ বুধবার (৩০ জুন) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

পরীমণি তার ফেসবুক পোস্টে জানান, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।

 

অভিনেত্রী তার পোস্টে জানান, আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।

তিনি আরও লিখেন, 

আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন,আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ।

স্ট্যাটাসের সবশেষে তিনি লিখেন, মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ। - আপনাদের পরীমণি।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ