বিনোদন ডেস্ক
আপডেট: ২০:৫৭, ৫ জুলাই ২০২১
পরীমণির প্রতি তসলিমা নাসরিনের ভালোবাসা ও শ্রদ্ধা

তসলিমা নাসরিন। বাংলাদেশের সিনেমা তিনি দেখেননি। পরীমণির নামও আগে শুনেননি। তবুও ঢাকার এই আলোচিত নায়িকার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন নির্বাসিত এই লেখিকা।
সম্প্রতি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনে বেশ কিছুদিন সংবাদ শিরোনামে ছিলেন পরীমণি। তবে অভিনেত্রী নিয়মিতই সোশ্যাল মিডিয়ায়ে বিদ্রূপ, গালি-গালাজের শিকার হয়ে থাকেন।
এক ফেইসবুক স্ট্যাটাসে পরীমণিকে নিয়ে নিজের মন্তব্য জানালেন তসলিমা। সেখানে ওঠে আসে প্রতিকূল স্রোতের বিরুদ্ধে নায়িকার ‘স্ট্রাগলের’র কথা। যাকে ‘মাইলফলক’ হিসেবেও চিহ্নিত করেন লেখিকা।
তসলিমা লেখেন, “ফেসবুকে শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনো মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে।”
‘আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে’—
উল্লেখ করে আরও বলেন, “বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমণির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে। কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই এক একেকটা মাইলফলক।”
তসলিমা নাসরিনের লেখনীটি ‘শ্রদ্ধা’র ইমো সহযোগে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন পরীমণি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ