Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ৯ জুলাই ২০২১
আপডেট: ২২:৫৪, ৯ জুলাই ২০২১

সিঁথির অতিথি সেলিম

সিঁথি সাহা ও সেলিম মার্চেন্ট

সিঁথি সাহা ও সেলিম মার্চেন্ট

সংগীত শিল্পী সিঁথি সাহা বেশ কিছু দিন ধরে একটি টিভি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। যার নাম ‘সিঁথির অতিথি’। যেখানে অতিথি হয়েছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা।

এরই মধ্যে অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন ভারতের কুমার শানু, অনুপ জলোটা, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সারগাম, ঊষা উথ্থুপ, অন্তরা মিত্র, রূপঙ্কর বাগচী, শ্রীকান্ত আচার্য, জয় সরকার, লোপা মুদ্রার মতো শিল্পীরা। এবার সিঁথির অতিথি হলেন বলিউডের সেলিম মার্চেন্ট।

সম্প্রতি অনুষ্ঠানটির নতুন পর্বের রেকর্ডিং হয়েছে। যেখানে এক ঘণ্টার বেশি সময় আড্ডা দিয়েছেন সিঁথি ও সেলিম মার্চেন্ট। তবে কাটছাঁট করে ৪০ মিনিটের পর্বটি আগামী ১০ জুলাই রাত ১০টায় প্রচার হবে মাছরাঙা টিভিতে।

সিঁথি সাহা জানান, তিনি মুম্বাই গিয়েছিলেন। তখন সেলিম মার্চেন্টের সঙ্গে দেখা করার কথা ছিল। তবে দুজনের সময় স্বল্পতার কারণে সেই সাক্ষাৎ হয়নি। অবশেষে অন্তর্জালেই তারা আলাপ সেরে নিয়েছেন। সুদর্শনা এই গায়িকার ভাষ্য, ‘দারুণ ও দীর্ঘ আড্ডা হয়েছে আমাদের। আশা করছি যেটুকু প্রকাশ করবো তাতে মুগ্ধ হবেন দুই দেশের দর্শকরাই।’

প্রসঙ্গত, সেলিম-সোলায়মান জুটি বলিউডের বহু নন্দিত সিনেমার সংগীত পরিচালনা করেছেন। তাদের সৃষ্ট অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে। তারা কাজ করেছেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা জেফরি ডি ব্রাউনের ‘সোল্ড’ সিনেমাতেও।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ