Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১০ জুলাই ২০২১
আপডেট: ০০:২৮, ১১ জুলাই ২০২১

আর্জেন্টিনার জয় নিয়ে আশাবাদী ‌হিরো আলম-জায়েদ খান

কোপা আমেরিকা ফাইনালে রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেটিনা। ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত দুই দলের ভক্ত-সমর্থকরা। ভক্তদের প্রত্যাশ‌া, ফেবারিট দলই শিরোপা জিতবে এবারের কোপার আসরে।

বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সা‌পোর্টার রয়েছেন। এর মধ্যে তারকা ও পরিচিত মুখও অনেক। তবে কোপা আমে‌রিকাকে কেন্দ্র করে খুব বেশি আর্জেন্টাইন তারকা ভক্ত সামনে আসেননি। যারা এসে‌ছেন, এদের ম‌ধ্যে সব‌চেয়ে বড় বিজ্ঞাপন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও আলোচিত তারকা হিরো আলম।

ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক জায়েদ খান। আশা করেন এবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। তার ভাষায়, ‘আমি ছোটবেলা থেকে ম্যারাডোনার প্রতি ভালোবাসা থেকেই আর্জেটিনার সাপোর্ট করি। আশা করি, এবার কোপা আমেরিকায় সেরা দল হিসেবে আর্জেন্টিনা কাপ জিতবে এবং আর্জেন্টিনা কাপ জিতলে সবচেয়ে বেশি খুশি হব আমি।

এ‌দিকে দেশের মেসি ভক্তদের উৎসাহ দিতে এবার গান গাইলেন হিরো আলম। গানের শিরোনাম ‘উই লাভ মেসি’। হিরো আলম বলেন, আমি আর্জেন্টিনা দল সাপোর্ট করি। গানটি গাওয়ার আগে আমাকে অনেকেই বলেছিল আর্জেন্টিনা জিতবে না। তবুও তো আমার প্রিয় দল জিতে গেল। আর্জেন্টিনা ফাইনালে কাপ নিলে এই মেসি’র গান দর্শক শ্রোতারা ইংলিশ ভার্ষণও শুনতে পারবেন।

সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনাকেই এগিয়ে রাখতে চাইছেন মেসির এই দুই ভক্ত। কারণ হিসেবে তারা বলছেন, মেসি ভালো খেলেন। এছাড়া দল‌টি নি‌য়ে তাদের জ্ঞান খুবই কম।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ