Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১২ জুলাই ২০২১
আপডেট: ১৭:১৮, ১২ জুলাই ২০২১

চেটেপুটে আম খাওয়াই মিমির পছন্দ

তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কিছুদিন আগেই টলিউডের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী কথা দিয়েছিলেন তিনি তার ‘সিক্রেট’ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনবেন।

যেমন বলা তেমন কাজ। ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে এক এক করে নিজের গোপন কথা সকলের সামনে তুলে ধরছেন মিমি।

কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল মিমির পিৎজা সিক্রেট। এবার নায়িকা সামনে আনলেন সিক্রেট-টু। জানালেন, চামচে করে কিংবা স্টাইল করে আম খাওয়া নয় বরং আঁটিসহ যতটা সম্ভব চেটেপুটে আম খাওয়াই মিমির পছন্দ। এও জানান, আমই তার প্রিয় ফল।

অভিনেত্রী যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে শাড়ি গয়না পরে মেকআপ করা অবস্থাতেই মন দিয়ে আম খেতে দেখা গেল তাকে। বললেন, ‘জানি না সবাই কীভাবে এত সুন্দর করে আম খায়! আম আসলে খেতে হয় আঁটি নিয়ে।’ ভিডিওর শেষে লেখা, ‘আম খাও, সব ভুল যাও।’

এর আগে মিমি জানিয়েছিলেন, তিনি পিৎজা খেতে পছন্দ করেন ঠিকই, তবে শুধুমাত্র চিট ডে-তে। বাকি দিনগুলোতে অবধারিতভাবে ডায়েট রুটিন মেনে চলতে হয় তাকে। অভিনেত্রীর পোস্ট করা ওই সিক্রেট ভিডিওর নিচে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা। 

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ