Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১১:৫৭, ১৮ জুলাই ২০২১

করোনায় প্রাণ হারালেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী।

শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে তার মৃত্যু হয়। আরেক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বর্ণ চক্রবর্তী এক সপ্তাহ ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনন্তলোকে যাত্রা করলেন এই তরুণ শিল্পী।

তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীত ভুবনের কেউই মেনে নিতে পারছেন না মাত্র ৩৫ বছর বয়সে বর্ণের মৃত্যু।

বর্ণ চক্রবর্তী গাওয়ার পাশাপাশি নিয়মিত গান সৃষ্টি করতেন। তিনি নির্মাতা হিসেবেও আলো ছড়িয়েছেন। গত প্রায় এক দশক তিনি অসংখ্য মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

তবে, ক্যারিয়ারে বর্ণ চক্রবর্তী কেবল একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। সেটার নাম ‘বোকা পাখি’।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ