Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ২৪ জুলাই ২০২১
আপডেট: ১১:০১, ২৪ জুলাই ২০২১

বিনোদনের জগৎ ছেড়ে এবার ইসলামের ছায়াতলে যাচ্ছেন সানাই

বিভিন্ন ধরণের আলোচনা সমালোচনার মধ্যে ছিলেন এতোদিন। করেছেন বেশকিছু মডেলিং। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বিতর্কিত হয়েছেন তিনি। মাঝে মাঝেই আপত্তিকরভাবে নিজেকে উপস্থাপন করে সমালোচনার মুখে পড়েছিলেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা।

অনেক নাটক ও সিনেমায় অভিনয় করেছেন ঠিকই তবে ক্যারিয়ারে সুবিধাজনক অবস্থানে যেতে পারেননি। এবার এই অভিনেত্রী ঘোষণা দিলেন অভিনয় ছাড়ার। একই সঙ্গে ইসলামের পথে নিজের বাকি জীবন অতিবাহিত করার কথাও এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি। যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে।

ভিডিও বার্তায় সানাই বলেন, ‘ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেরেছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।’ একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রেখেছিলেন সানাই। কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। অল্প সময়ের ফাঁকে কিছু সিনেমায় তিনি শুটিং করেছিলেন। তার একটি ‘ময়নার শেষকথা’। এটি মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ