বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:১৭, ২৪ জুলাই ২০২১
‘ওর মাথায় বিয়ের পাগড়িটা কিন্তু আমিই পরিয়েছিলাম’

ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদ
করোনাভাইরাসের সাথে লড়াইয়ে হার মানলেন গণসংগীত শিল্পী ও একাত্তরের কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর। একুশে পদক পাওয়া এই সঙ্গীতজ্ঞের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।
এ শিল্পীকে হারিয়ে শোকে কাতর কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ফকির আলমগীর খুব কাছের বন্ধু ছিলেন তার। এক-দুই বছর নয়, দীর্ঘ ৪৮ বছরের বন্ধুত্ব ছিল এ দুই শিল্পীর মাঝে। ব্যক্তিগত জীবনের বহু স্মৃতি জড়িয়ে আছে দুই জনের।
সেই স্মৃতিচারণ করে ফেরদৌস ওয়াহিদ বলেছেন, ‘ফকির আলমগীরের সঙ্গে আমার বন্ধুত্বটা গাঢ় হয় ওর বিয়ের সময়। ওর মাথায় বিয়ের পাগড়িটা কিন্তু আমিই পরিয়েছিলাম। তার সঙ্গে ৪৮ বছরে এমন হাজার হাজার গল্প রয়েছে আমার। যা কখনও ভোলার নয়।’
পপ ও গণসংগীতে ফকির আলমগীরের অবদান প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ফকির আলমগীরই বাংলাদেশে একমাত্র মানুষ, যিনি গণসংগীতকে আমৃত্যু ধরে রেখেছিলেন। তার মৃত্যুতে সংগীতের এই ক্ষেত্রটিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি দ্যর্থহীন কণ্ঠে বলে রাখলাম, আজ থেকে বাংলাদেশ গণসংগীতহীন হয়ে গেল। আজ থেকে সংগীতের এই অসাধারণ ধারাটিতে শূন্যতা তৈরি হলো। এই ঘাটতি কবে কে পূরণ করবে, জানি না। আদৌ হবে কি না, তাও জানি না।’
উল্লেখ্য, ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
৭১ বছর বয়সী এ শিল্পী স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদকে ভূষিত করে।
দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে।
তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীত শিল্পী পরিষদের সাবেক সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি লেখালেখিও করতেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ