Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৬ জুলাই ২০২১
আপডেট: ১৪:৪৯, ২৬ জুলাই ২০২১

সুনীল শেঠির মেয়ের কাছে ক্ষমা চাইলেন সালমান খান

বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। সালমান খানের প্রযোজনায় ‘হিরো’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয়েছিল তার। 

আর সেই আথিয়ার কাছে এবার হাত জোড় করে ক্ষমা চাইলেন বলিউড সুপারস্টার সালমান খান! অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে সালমানের বড় ভাই আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ সিজন ২’-তে।

ওই অনুষ্ঠানে তারকাদের ব্যক্তিগত ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সোশ্যাল মিডিয়ায় আসা ভক্তদের প্রশ্নের জবাবও দেন তারকারা।

অনুষ্ঠানে সালমানকে আরবাজ জিজ্ঞাসা করেন, ক্যাটরিনা কাইফ, আথিয়া শেঠি ও সঙ্গীতা বিজলানি— এই তিন তারকার মধ্যে ইনস্টাগ্রামে কাকে ফলো করেন না?

একটু ভেবে জবাবে সালমান খান বলেন,  সংগীতা বিজলানি। তখন সালমানের ভুল শুধরে দেন আরবাজ। বলেন, উহু সংগীতা নয়, বরং আথিয়াকে ফলো কর না তুমি।

আরবাজ এ কথা বলার পর পরই সবার সামনে আথিয়া শেঠির কাছে হাতজোড় করে ক্ষমা চান সালমান খান। বলেন, আথিয়াকে ফলো না করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এখন থেকে অবশ্যই তার ফলোয়ার হব, বলে কথা দেন ভাইজান।

অনুষ্ঠানটি প্রচারের পর এ বিষয়ে আথিয়া কিছু না বললেও মন্তব্য করেছেন তার বাবা সুনীল শেঠি। সালমানের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, ‘সালমান যখন কোনো কিছু করে, তা একেবারে অন্তর থেকে করে। যখন সে স্ক্রিনে আথিয়াকে সরি বলছিল, সেটি খুবই কিউট ছিল। তাদের মধ্যে এমনিতেই একটি সুন্দর সম্পর্ক রয়েছে।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ