Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১৭:৩৮, ২৭ জুলাই ২০২১

শিল্পার স্বামী রাজ কুন্দ্রার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

অশ্লীল চলচ্চিত্র তৈরি এবং মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে প্রকাশের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে। 

এবার জানা গেলো, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ কানপুরে থাকা রাজ কুন্দ্রের দুটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। কানপুরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় রাজের দুটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে পুলিশ।

এসবিআই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি রুপি ছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রের। রাজের দুই ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পর আরও একটি বিষয় আলোচনায় এসেছে।

সাথে কুন্দ্রার প্রযোজনা সংস্থার অন্যতম একজন কুবিন্দ শ্রীবাস্তবের বিরুদ্ধে বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রতিবেদন অনুসারে, এই অর্থ শ্রীবাস্তবের স্ত্রীর কাছেও হস্তান্তর করা হয়েছে।

এদিকে পর্নোগ্রাফি মামলায় এখন অব্দি রাজ কুন্দ্রার চার কর্মচারী তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, রাজের অ্যাপ্লিকেশন হটসটে ২০ লাখ সাবস্ক্রাইবার পাওয়া গেছে। ১১৯টি এডাল্ট সিনেমার জন্য ১.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিলেন তিনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ