Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৫:৩৩, ৩০ জুলাই ২০২১

এবার মানহানির মামলা করলেন শিল্পা

শিল্পা শেঠি

শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি মুম্বাই আদালতে বড় অঙ্কের টাকা দাবি করে মানহানির মামলা করেছেন। তার অভিযোগ, স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি  মামলায় গ্রেপ্তার ইস্যুতে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট খবর ছড়ানো হয়েছে। এতে তার সম্মানহানি হয়েছে। এজন্য ২৯টি মিডিয়া হাউজ ও ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা করেছেন।

শিল্পা দাবি করেছেন, অবিলম্বে মিথ্যা খবরগুলো মুছে ফেলতে হবে এবং অভিযুক্তদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। একাধিক ভারতীয় গণমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

অভিযোগে শিল্পা শেঠি বলেছেন, এসব মিডিয়া কোনোরকম যাচাই না করেই মিথ্যা খবর প্রকাশ করেছে। যার কারণে ভক্ত, শুভাকাঙ্খীদের কাছে তার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পর্নোগ্রাফি  বানানো এবং তা প্রচারের মাধ্যমে ব্যবসা করার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর তাকে আদালতের নির্দেশে কারাগারে রাখা হয়। 

পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত রাজ কুন্দ্রার স্ত্রী তথা শিল্পাকে ক্লিনচিট দেওয়া হয়নি, বলেই জানিয়েছে মুম্বাই পুলিশ। এই মামলার সঙ্গে যুক্ত সবরকম সম্ভাবনা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ