Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ৩১ জুলাই ২০২১
আপডেট: ১৩:৪৫, ৩১ জুলাই ২০২১

মোস্তফা সরোয়ার ফারুকী করোনা পজিটিভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার (৩১ জুলাই) ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

এদিন সকাল সাড়ে দশটার দিকে তিনি লেখেন, পজিটিভ! কড়াভাবে সব ধরনের নিরাপত্তা বিধি মানার পরও! সুতরাং দয়া করে নিজের যত্ন নিন এবং আপনার স্পৃহা তরতাজা রাখুন।

নিজের শারীরিক অবস্থা বা আইসোলেশনে থেকে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছুই জানাননি ফারুকী।

এমন খবরে মন্তব্যের ঘরে নির্মাতার জন্য শুভ কামনা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী ও বন্ধুরা। 

গত ২৬ জুলাই টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন  ফারুকী।

তখন লেখেন, “ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবে একটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ!”

সম্প্রতি প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন ফারুকী। জি ফাইভে প্রকাশ হওয়া ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ