Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ৪ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১১, ৪ আগস্ট ২০২১

হানি সিংয়ের বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ স্ত্রীর

ভারতের জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। দীর্ঘদিন গান থেকে আবার কাজে ফিরেছেন। এবার তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

শালিনীর অভিযোগ, মানসিক অত্যাচারের পাশাপাশি হানি সিং তার উপর যৌন অত্যাচারও চালাতেন। আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন হানিপত্নী।

দিল্লির একটি আদালতে এ নিয়ে মামলা করেছেন শালিনী। মঙ্গলবার আদালতে তার মামলাটি গৃহীত হয়েছে। মামলাটি গৃহীত হওয়ার পর হানি সিংকে একটি নোটিস পাঠানো হয়েছে আদালতের তরফে। হির্দেশ সিং, যাকে সকলে হানি সিং নামেই চেনেন, তাকে আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যে সমস্ত সম্পত্তি হানি সিং ও তার স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে আদালত।

বলিউডে তার হাত ধরেই ভোল বদলে যায় পার্টি সংয়ের চেহারার। হিট গান উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছিলেন হানি সিং। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোয়ে প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছিলেন হানি সিং।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ