Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১০, ৫ আগস্ট ২০২১

মিথিলার এ কোন রূপ!

‘মায়া’ ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা

‘মায়া’ ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা

উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে পরিচালক রাজর্ষি দে তৈরি করছেন ‘মায়া’। যাতে মুখ্য ভূমিকায় আছেন রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি প্রকাশ হওয়া স্থিরচিত্রে তাকে পাওয়া গেল ব্যতিক্রমী লুকে।

মাহিরা থেকে মায়া হয়ে ওঠার জার্নিতে বিভিন্ন রূপে এ ছবিতে ধরা দেবেন মিথিলা। ১৯৮৯ সালের কলকাতা থেকে গল্পের শুরু, যা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’।

পরিচালকের কথায়, ‘‘আমার মনে হয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারীচরিত্র পাওয়া যেতো না বলেই হয়তো ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনির আসল চালিকাশক্তি কিন্তু লেডি ম্যাকবেথই। নারীর ক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরতে চেষ্টা করেছি গল্পটাকে।’’

প্রথম ছবিতেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে উত্তেজিত মিথিলাও, ‘‘গল্পটা ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল প্রথমে। ছবিতে তিনটা আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। আশা করি, এখানে প্রথম এই কাজে আমার অভিনয় ভাল লাগবে সকলের।’’

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ডানকানের আদলে তৈরি দরবার শর্মার চরিত্রটি ডার্ক, সর্ব অর্থে খল একটি চরিত্র। তার ছেলের চরিত্রে আছেন রাহুল। নেশাসক্ত, শৈশবের খারাপ স্মৃতি বয়ে নিয়ে চলা এ চরিত্রের নাম ময়ঙ্ক শর্মা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পারমিতার ভূমিকায় আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

আরও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী-সহ অনেককেই। ‘মায়া’ মুক্তি পাবে ডিসেম্বরে।

ঢাকার টেলিভিশন ও ওয়েব সিরিজে পরিচিত মুখ হলেও মিথিলা সিনেমায় যুক্ত হয়েছেন সম্প্রতি। ‘মায়া’র কয়েক মাস আগে ঢাকার অনন্য মামুনের পরিচালনায় করেন ‘অমানুষ’।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ