Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১৭:০৮, ৫ আগস্ট ২০২১

হলি আর্টিসান নিয়ে বলিউড সিনেমা ‘ফারাজ’

‘ফারাজ’ সিনেমার পোস্টার, জাহান কাপুর (বাঁয়ে)

‘ফারাজ’ সিনেমার পোস্টার, জাহান কাপুর (বাঁয়ে)

রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পাঁচ বছর পূর্ণ হয়েছে। এ ঘটনাটি সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। সেখানে দেশি-বিদেশি ২৮ জন মানুষ নিহত হন। 

২০১৬ সালের ১ জুলাই ঘটে যাওয়া ওই জঙ্গি হামলা নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ হচ্ছে বলিউডে। ছবিটির নাম রাখা হয়েছে ‘ফারাজ’। 

সিনেমাটি প্রযোজনা করছে বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। বৃহস্পতিবার (৫ আগস্ট) একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে।

‘ফারাজ’ নির্মাণ করছেন হানসাল মেহতা। যিনি গত বছর ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে।

হানসাল মেহতা বলেন, ‘ফারাজ’ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে। এটা অত্যন্ত ব্যক্তিগত একটি গল্প, যা আমি তিন বছর ধরে হৃদয়ে পুষে রেখেছি। এখানে গভীর মানবতা এবং সহিংস প্রতিকূলতার মধ্যেও বিজয়ের পতাকা উড়ানো হবে।’

একই সময়ে কারিনা কাপুর খানও নিজের ইনস্টাগ্রাম-এ ছবিটির সম্পর্কে জানান দেন বেশ উচ্ছ্বাস নিয়ে। কারণ, এই ছবিটির মাধ্যমেই নায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার চাচাতো ভাই জাহান কাপুরের।

৩০ সেকেন্ডের এই অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার এক ঝলক। টি-সিরিজ জানায়, ২০১৬ সালের জুলাইতে ঘটে যাওয়া বাংলাদেশের জঙ্গী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এটি নির্মাণ করছেন হাসনাল মেহতা। প্রযোজনায় রয়েছে অনুভব সিনহা ও ভূষণ কুমার।

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিসান হামলার ঘটনায় ফারাজ নামটি জড়িয়ে আছে। তার পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। মাত্র ২০ বছর বয়সী এই বাংলাদেশী যুবক ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ