Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১১:৫০, ৭ আগস্ট ২০২১

পরিবারের জিম্মায় দেয়া হবে চয়নিকা চৌধুরীকে: ডিবি

জিজ্ঞসাবাদ শেষে নির্মাতা চয়নিকা চৌধুরীকে পরিবারের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্মকমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে তাকে আবার ডাকা হবে। 

শুক্রবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের গেটে এ তথ্য জানান তিনি।

জানা গেছে, সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন চয়নিকা চৌধুরী। এ সময় পান্থপথ সিগন্যালে তার ব্যক্তিগত গাড়িটি থামায় ডিবি পুলিশ। গাড়িতে চয়নিকা ও তার ছেলে অনন্য চৌধুরী ছিলেন। কিছুক্ষণ পর চয়নিকার গাড়িতে একজন নারী পুলিশসহ ডিবির দুজন সদস্য উঠেন। পরে সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 

এদিকে, রাতে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে (৩০) আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ