Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৩:৫১, ৮ আগস্ট ২০২১

সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক: অঞ্জনা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা পরীমনি ও একার সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত গোটা শিল্পী সমাজ। শনিবার দুজনেরই সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 

এই যখন পরিস্থিতি, তখন ইন্ডাস্ট্রিতে আসা নতুন শিল্পীদের আগে থেকেই সাবধান করে দিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তিনি বলেন, ‘একটি শিল্পী তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু ধ্বংস হতে সময় লাগে না। যার বাস্তব উদাহরণ পরীমনি ও একা। তাই ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছো, তারা এখনই সাবধান হয়ে যাও। প্রশাসন কিন্তু কাউকে ছাড়বে না।’

সিনিয়র অভিনেত্রী অঞ্জনা বলেছেন, ‘পৃথিবীতে যে অবস্থা চলছে তাতে সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়েই তো বিপজ্জনক। শুধু পরীমনির নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’

শনিবার বিকালে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অঞ্জনা। পরীমনিকে উদ্দেশ্য করে সত্তর ও আশির দশকের এই নায়িকা বলেন, ‘সে ঘরের মধ্যে কী করলো সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে, তখনই শিল্পী সমিতির দেখার বিষয়। সমিতি সেটা সহ্য করবে না।’

শনিবার দুপুরে শিল্পী সমিতির মিটিংয়ে চিত্রনায়িকা পরীমনি ও একার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকালে সংবাদ সম্মেলন করে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগর। সেখানে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি রুবেল এবং ডিপজলসহ কয়েকজন কাযকরী সদস্যও উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ