Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ৯ আগস্ট ২০২১
আপডেট: ১২:৩৩, ১০ আগস্ট ২০২১

এবার শিল্পা শেঠির বিরুদ্ধে প্রতারণা মামলা

শিল্পা শেঠি

শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন। এমন সময় শিল্পা শেঠির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠল। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তের তালিকায় আছেন শিল্পার মা সুনন্দা শেঠির নামও। তাদের বিরুদ্ধে ভারতের লখনৌয়ের হজরতগঞ্জ থানায় এবং বিভূতি খন্দ থানায় দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে লখনৌ পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লখনৌ পুলিশের একটি দল শিগগিরই মুম্বাইয়ে গিয়ে শিল্পা ও তার মাকে জেরা করতে পারে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইওসিস ওয়েলনেস সেন্টার নামে একটি সংস্থা চালাতেন শিল্পা। উত্তরপ্রদেশে নানা জায়গায় এই নামে শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। সংস্থাটির চেয়ারম্যান শিল্পা নিজেই। আর ডিরেক্টর পদে আছেন তার মা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আরও অনেক জায়গায় কোম্পানির শাখা খোলার নামে অনেক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন শিল্পা ও তার মা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ