Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ১২:২২, ২৮ জানুয়ারি ২০২২
আপডেট: ১৪:১৫, ২৮ জানুয়ারি ২০২২

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধে জিতবে কারা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটপ্রদান শুরু হয়েছে সকাল ৯টা থেকে। সমিতির স্টাডি রুমে ৪২৮ জন ভোটারের ভোট চলবে বেলা ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন পীরজাদা শহীদুল হারুন এবং সদস্য জাহিদ হোসেন ও বিএইচ নিশান। আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন জেমী।

দুটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর।সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার নিপুণ।

ডি এ তায়েব, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল ও রিয়াজ লড়ছেন দু'টি সহ-সভাপতি পদে।

সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো, শাহানূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান, জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, মামনুল ইমন (ইমন) এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন আজাদ খান ও ফরহাদ।

কার্যকরী পরিষদের মোট পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বীরা হলেন অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশাহ, পরীমনি, ফেরদৌস, বাপ্পারাজ, মৌসুমী, রোজিনা, রবিউল ইসলাম হরবোলা, শাকিল খান, সুচরিতা, সাংকোপাঞ্জা, সিমান্ত ও হাসান জাহাঙ্গীর।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

নায়িকা পপির ভিডিও বার্তা

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ