Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ২৭ জানুয়ারি ২০২২

কোকাকোলার সাথে চুক্তিবদ্ধ হলেন তাহসান ও অর্ণব

বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকাকোলার সাথে চুক্তিবদ্ধ হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার তাহসান রহমান খান এবং শায়ান চৌধুরী অর্ণব। কোকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাহসান এবং সঙ্গীত প্রযোজক হিসেবে অর্ণব যুক্ত হয়েছেন।  প্রথমবারের মতো এই দুই সুপারস্টার বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকাকোলার জন্য একসাথে কাজ করবেন।

এ বিষয়ে তাহসান রহমান খান বলেন, “কোকাকোলা সবসময়ই আমার জীবনের অংশ ছিল। তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই কোম্পানিতে যুক্ত হওয়াটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয়েছে। সামনের দিনগুলোতে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি, তা নিয়ে আমি রোমাঞ্চিত। আমি আশা করছি, সবাই আমাদের কাজ পছন্দ করবেন।”

তাহসান রহমান খান কোকাকোলা বাংলাদেশের ফ্ল্যাগশিপ পণ্য কোকা-কোলার নতুন মুখ হবেন। অপরদিকে, শায়ান চৌধুরী অর্ণব সঙ্গীত প্রযোজক হিসেবে কোকাকোলার বিভিন্ন সঙ্গীত প্রকল্পে কাজ করবেন। তারা দু’জন ২০২২ সালে বেশ কয়েকটি প্রকল্পে ব্যাপকভাবে কোকাকোলার সাথে যুক্ত থাকবেন।

আরও পড়ুন- বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়

এ বিষয়ে শায়ান চৌধুরী অর্ণব বলেন, “একজন শিল্পী হিসেবে কোকাকোলার আসন্ন বিভিন্ন সঙ্গীত প্রকল্পের অংশ হতে পারাটা চমৎকার ব্যাপার। কিছু দুর্দান্ত প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গীতে কোকাকোলা তার যাত্রা শুরু করতে যাচ্ছে। এসকল প্রকল্পের সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি। আমাদের কাজগুলো সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, “দেশের বিখ্যাত দুই শিল্পীর সাথে চুক্তি স্বাক্ষর করাটা আমাদের কোম্পানির জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই দুই শিল্পীর ব্যক্তিত্বে কোকাকোলার ভাবনা ফুটে উঠে । নিঃসন্দেহে এই পার্টনারশিপের সাফল্য নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।”

আরও পড়ুন- ছবিতে পরী-রাজের বিয়ে

দারুণ সব অনুষ্ঠান ও ব্র্যান্ডের মাধ্যমে ভোক্তাদের জীবনে চমৎকার সব মুহূর্ত নিয়ে আসার দীর্ঘ ইতিহাস রয়েছে কোকাকোলার। বাংলাদেশে এর ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে কোকা-কোলা, ডায়েট কোক, কোকাকোলা জিরো সুগার, স্প্রাইট, স্প্রাইট জিরো, ফ্যান্টা, কিনলে ওয়াটার, কিনলে সোডা এবং থামস আপ।

আইনিউজ/এসডিপি 

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ