রুপম আচার্য্য
আপডেট: ১৬:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৫
শ্রীমঙ্গলে ‘দেবী মাহাত্ম্যম 2.0’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চস্থ

অনুষ্ঠিত ‘দেবী মাহাত্ম্যম 2.0` শীর্ষক নৃত্যনাট্যের একটি দৃশ্য। ছবি: আই নিউজ
চণ্ডীর বিভিন্ন কাহিনীর মধ্যে মার্কণ্ডেয় পুরাণের অংশ ‘দেবী মাহাত্ম্যম’ বা ‘চণ্ডী’, যেখানে অসুর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে দেবতাদের উদ্ধারের জন্য চণ্ডীর ভূমিকা বর্ণিত রয়েছে। চণ্ডীর এরকম বিভিন্ন কাহিনী অবলম্বনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দেবী মাহাত্ম্যম 2.0' শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়িত হয়েছে।
যেখানে ভক্তদের দুঃখ দূর করার জন্য দেবী চণ্ডী অসুরদের বিনাশ করতে যুদ্ধবেশে আবির্ভূতা হতে দেখা যায়, এবং দেবী দুর্গার মহিষাসুর বধের মতো দৃশ্যগুলো ফুঠে উঠে।
শুক্রবার রাতে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে মহালয়া উপলক্ষে আয়োজিত ‘শারদ উৎসব’ এর আয়োজন করে দেবাঙ্গন ছাত্র পরিষদ নামের একটি সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রিতম ব্রহ্মচারী।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপস্থিত থেকে অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের হাওয়াইয়ান গিটার শিল্পী বাডস রেসি. স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুপর্ণা দেবনাথ, দেবাঙ্গন ছাত্র পরিষদের উপদেষ্টা এস কে দাশ সুমন, সাংবাদিক রুপম আচার্য্য, পিন্টু দেবনাথ।
অনুষ্ঠানে আগমনী সঙ্গীত পরিবেশন করে সারগাম সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। পরে নৃত্যানুষ্ঠান নৃত্যের ছন্দে তালে লয়ে দেবীবন্দনা অনুষ্ঠিত হয়। এতে নৃত্য পরিবেশন করে নাট্যবেদ ও নৃত্যাঙ্গণের শিল্পীরা। এছাড়াও মাতৃসঙ্গীত পরিবেশন করেন শুভাকর আচার্য্য প্রান্ত ও মুন্না গোস্বামী।
এদিকে রাত ১০ টার দিকে আগমনী ডান্স প্রোডাকশন হাউস এর পরিবেশনায় ‘দেবী মাহাত্ম্যম 2.0’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। এটি পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক প্রাপ্ত প্রীতম, সহযোগি নৃত্য পরিচালক হিসেবে ছিলেন দেবযানী রায়। অনুষ্ঠিত ‘দেবী মাহাত্ম্যম 2.0’ শীর্ষক নৃত্যনাট্যতে দেবী শক্তির বিভিন্ন রুপ তুলে ধরা হয়।
নৃত্য পরিচালক প্রাপ্ত প্রীতম বলেন, ‘মূলত চণ্ডীর অপর নাম হচ্ছে দেবী মাহাত্ম্যম। এবার আগমনী ডান্স প্রোডাকশন হাউস থেকে করা হয়েছে। চণ্ডীতে যা যা কাহিনী বর্ণিত রয়েছে, মহিষাসুর বধ, উত্তম চরিত্র, মধ্যম চরিত্র, অষ্টমাতৃকা, নবরুপে দুর্গা ও দেবীর দশমহাবিদ্যার মতো কাহিনীকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছিল, ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি মানে শক্তিটা কিভাবে হয়েছিল। পুরো পৃথিবী একটা শক্তির বিকিরণ। প্রথমে ব্রহ্মা সৃষ্টির রচয়িতা, বিষ্ণু পালন কর্তা, মহেশ্বর ধ্বংসের প্রতিক এই সব মিলিয়ে নারী শক্তি থেকে কিভাবে উৎপন্ন হয়, ওই জিনিসটাই ‘দেবী মাহাত্ম্যম’ এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।’
মি. প্রীতম বলেন, ‘চণ্ডী আসলে মানুষে তো শুনে, দেখে না। এই ‘দেবী মাহাত্ম্যম’ চণ্ডীর অপর নাম। চণ্ডীটাই মানুষ যখন দেখবো, তখন এর মাধ্যমে জানতে পারবে শক্তির বিভিন্ন রহস্য। শক্তি কই থেকে আসছে, তার উৎপত্তি কোথায়, তার শেষ আছে নি, বা শক্তি কিভাবে রুপান্তর হয় তা বুঝতে পারবে। যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা ওই শক্তিটা সনাতন ধর্মের সাথে কিভাবে যুক্ত তা জানতে পারবে। এছাড়াও বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে রণ কালী, সাধক বামাকালী, বা দেবীর জগত পালনে অন্যান্য ভূমিকা তুলে আনা হয়।’
দেবাঙ্গন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশাল চক্রবর্তী বলেন, ‘এবারের শারদ উৎসব আমাদের দেবাঙ্গন ছাত্র পরিষদের দ্বিতীয় আয়োজন। মূলত মহালয়া উপলক্ষে আগমনী অনুষ্ঠান আমরা করে থাকি। শুক্রবার সকালে ধর্মীয় নিয়মানুযায়ী চণ্ডী পূজা ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে আমরা শারদ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করি। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালো ও সুশৃঙ্খল একটা অনুষ্ঠান দর্শকদের মাঝে উপহার দিতে।’
প্রায় অর্ধশতাধিক নৃত্য শিল্পী নিয়ে ‘দেবী মাহাত্ম্যম 2.0’ নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। রাজশাহী, ঢাকা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের নৃত্য শিল্পীরা নৃত্যনাট্যতে ছিলেন। রাত দেড়টার দিকে সুরের মূর্ছনায় সঙ্গীত পরিবেশেন করতে মঞ্চে উঠেন সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিতা দেব ও প্রশান্ত বৈদ্য। এসময় অনুষ্ঠানে দেবাঙ্গন ছাত্র পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আই নিউজ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ