Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৩৩, ১১ অক্টোবর ২০২১

এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ টাকা!

চা

চা

সকালে ঘুম থেকে উঠে অনেকের এক কাপ চা না খেলে মনে হয় যেন দিনটাই মাটি হয়ে যায়। তাছাড়া কাজের ফাঁকে ফাঁকেও চা খাওয়ার অভ্যাস আছে অনেকের। কেননা ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের তুলনা হয় না। এর রয়েছে নানা উপকারিতাও। কিন্তু কখনো কি শুনেছেন সোনার চেয়ে দামি চা হয়?

অবাক হলেও সত্যি যে, এক গ্রামের দাম সোনার এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি। এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ টাকা। বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দা হোং পাও’। এটি এক ধরনের বিরল জাতের চা। এই  চা উৎপন্ন হয় চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে।

বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম দা হোং পাও

এই চায়ের ছয়টি গাছ রয়েছে। আর তা হলো চীনে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য এই চা- কে চায়ের রাজা বলা হয়। ২০০৬ সালে চীন সরকার প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে এই ছয়টি চা গাছের। এক কেজি  চায়ের দাম প্রায় আট কোটি ৩০ লাখ টাকা। ৩০০ বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চীনে।

এই চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড আছে। স্বাস্থ্যের পক্ষে যা খুব উপকারী। প্রতি দিন এই চা খেলে ত্বক ভালো থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ জলে এই চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম এত বেশি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়