Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২১

আজ জানা যাবে কি আছে ‘আইএস বধূ’ শামীমার ভাগ্যে

শামীমা বেগম

শামীমা বেগম

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে ১৫ বছর বয়সে বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়ে যাওয়া  শামীমা বেগমের ভাগ্যে কি আছে তা জানা যাবে আজ। আইএস বধূ শামীমা সিরিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি পাবে কিনা সে বিষয়ে রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট।

বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা যাতে যুক্তরাজ্যে ফেরত যেতে না পারেন সেজন্য তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়। যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে এবং মামলায় অংশ নিতে তাকে দেশে আসার অনুমতি দেয়া হবে কিনা সে বিষয়েই শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পাঁচ বিচারপতি আদেশ দেবেন।

শামীমার আইনজীবীরা বলছেন, তিনি সুষ্ঠুভাবে শুনানিতে অংশ নিতে না পারলে তার ব্রিটিশ নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বহাল হয়ে যাবে। 

২০১৫ সালের ফেব্রুয়ারিতে দুই ব্রিটিশ বান্ধবীসহ যুক্তরাজ্য ছাড়েন শামীমা। সিরিয়ায় গিয়ে তিনি ডাচ বংশোদ্ভূত আইএস জঙ্গি ইয়াগো রিদাইককে বিয়ে করেন। সেখানে তার একটি সন্তানও হয়।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমার সাক্ষাৎ পান ব্রিটিশ সাংবাদিক। তখন শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। বর্তমানে শামীমা উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ