Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৭ জুলাই ২০২১
আপডেট: ১৪:১২, ১৭ জুলাই ২০২১

ফেসবুকে প্রচারিত ভুল তথ্যে মানুষ মারা যাচ্ছে: বাইডেন

জো বাইডেন

জো বাইডেন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা এবং ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার হওয়ায় মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘তারা মানুষ মারছে…দেখুন, এই একটা মহামারীতে আমাদের অনেকেই ভ্যাকসিন নিচ্ছেন না। তারাই মানুষ মারছে।’

করোনার সময় তথ্যের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা গত বছর থেকে শুরু হয়। ফেসবুক আলাদা প্রোগ্রাম চালু করেছে ভুয়া তথ্য ঠেকাতে। ভ্যাকসিন, করোনা সংক্রান্ত অধিকাংশ পোস্ট আটকে দিচ্ছে তারা।

বাইডেনের অভিযোগ অস্বীকার করে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘যে অভিযোগের সঙ্গে বাস্তবের মিল নেই তা নিয়ে আমরা বিচলিত নই। বাস্তবতা হল, ২ বিলিয়নের বেশি মানুষ ফেসবুকের মাধ্যমে কোভিড-১৯ এবং ভ্যাকসিন সম্পর্কে সঠিক তথ্য পেয়েছে। ইন্টারনেটের অন্য কোনো মাধ্যমে এত মানুষ এসব তথ্য পায়নি।’

ওই কর্মকর্তার দাবি, ‘৩.৩ মিলিয়নের বেশি আমেরিকান আমাদের ভ্যাকসিন ফাইন্ডার টুল ব্যবহার করেছেন। এই পরিসংখ্যানে বোঝা যায়, ফেসবুক মানুষের কাজ সহজ করেছে, জীবন বাঁচিয়েছে।’

টুইটার এবং ইউটিউব এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ