Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২১:১৭, ১৭ জুলাই ২০২১

করোনা আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। শনিবার র‍্যাপিড টেস্টে তার করোনা শনাক্ত হয়। তবে তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিষয়টি টুইটারে এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন সাজিদ জাভিদ নিজেই। জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ডের টিকার দুই ডজ নিয়েছিলেন সাজিদ। 

তিনি বলেছেন, শুক্রবার রাতে অস্বস্তি লাগায় তিনি করোনার একটি র‍্যাপিড টেস্ট করিয়েছেন। এই পরীক্ষায় পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগপর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।

লন্ডনের সাবেক মেয়র সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।


আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ