আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৩৬, ১৮ জুলাই ২০২১
কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক, সতর্কতা জারি

কলকাতা বিমানবন্দর। ফাইল ছবি
বোমা আতঙ্কে কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। রোববার উড্ডয়নের কিছুক্ষণ আগে দুবাইগামী একটি বিমানকে আটকে রেখে তল্লাশি চালানো হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির একটি গণমাধ্যম।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, দুবাই থেকে কলকাতাগামী একটি বিমানে বোমা রয়েছে।
কর্তৃপক্ষের তরফ থেকে সতর্কবার্তা জানান দেওয়ার আগেই সকাল ৮টা ১০ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ৮টা ৪০ মিনিটে সেটি আবার ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটিকে আলাদা করে রেখে তল্লাশি চালায় বোমা স্কোয়াড সদস্যরা।
তবে ফোনটি উড়োকল ছিল বলে এখন ধারণা করছেন গোয়েন্দারা। তা সত্ত্বেও কড়া নজরদারি চালানো হচ্ছে বিমানবন্দরজুড়ে। জারি করা হয়েছে সতর্কতা। বিমানবন্দর এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে।
এদিকে আকস্মিক নিরাপত্তারক্ষীদের এমন তৎপরতা দেখে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান