Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১৮ জুলাই ২০২১
আপডেট: ০০:২৮, ১৯ জুলাই ২০২১

কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চ্যান্সেলরকে

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের  সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও চ্যান্সেলর ঋষি সুনাককে।

শনিবার করোনা আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তার একদিন আগে শুক্রবার থেকে কিছুটা অসুস্থবোধ করেন তিনি। অসুস্থবোধের কয়েক ঘণ্টা আগে জাভিদ বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও চ্যান্সেলর ঋষি সুনাকসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে। ফলে ব্রিটিশ নিয়ম অনুযায়ী বরিস ও সুনাককে কোয়ারেন্টিন করতে হবে। 

কিন্তু শারীরিকভাবে সুস্থ দাবি করে তারা কেউই কোয়ারেন্টিনে যেতে রাজি ছিলেন না। তাদের দাবি, বড় ধরনের বৈঠক হলেও স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন তারা।

পরে এ ঘটনায় পুরো যুক্তরাজ্যজুড়ে শুরু হয় আলোচনা। দেশটির বিরোধী দলগুলোও বলছে যে এক দেশে দুটি নিয়ম থাকতে পারে না। আইন সবার জন্যই সমান। করোনা আক্রান্ত কারো সংস্পর্শে আসলে যে আইনে সাধারণ মানুষদের কোয়ারেন্টিন করতে হচ্ছে, সে আইনে প্রধানমন্ত্রীকেও কোয়ারেন্টিনে যেতে হবে।

এদিকে করোনা শনাক্ত হওয়ার পর থেকে কোয়ারেন্টানে আছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তিনি বলেন, করোনায় খুব সামান্যই অসুস্থবোধ করছেন তিনি। কারণ তিনি ইতোমধ্যেই করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

গত বছর ২০২০ সালে মার্চের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়েছিলেন বরিস জনসন।

এদিকে ইংল্যান্ডের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক জোনাথন ভান-তাম সামনের শীতে সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

যুক্তরাজ্যে হঠাৎ করেই দৈনিক সংক্রমণ বেড়ে গেছে। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের বেশি শনাক্ত হয়েছে। সোমবার থেকে ইংল্যান্ডে সব ধরনের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

গত শুক্রবার নতুন করে দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে ৫১ হাজার ৮৭০। অপরদিকে গত শনিবার দৈনিক সংক্রমণ ছিল ৫৪ হাজার ৬৭৪। এর আগে গত জানুয়ারির মাঝামাঝিতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের বেশি ছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ