Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২২ জুলাই ২০২১
আপডেট: ১৮:৩৯, ২২ জুলাই ২০২১

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গেল দুইদিন ধরে দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে রয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭২০।

তবে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায়  মৃত্যু হয়েছে ৫০৭ জনের। 

কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ হাজার জন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৮ হাজারের বেশি মানুষ। তবে তামিলনাড়ু এবং কর্নাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের নীচে নেমেছে। যদিও অন্ধ্রপ্রদেশে তা এখনো আড়াই হাজারের বেশি।

মণিপুরের বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন। এর আগে সেখানে একদিনে এতো আক্রান্ত হয়নি। আসামের প্রতিদিন আক্রান্ত হচ্ছেন দেড় হাজারের বেশি মানুষ। সেই সঙ্গে মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়েও সংক্রমণ বাড়ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ