Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২২ জুলাই ২০২১
আপডেট: ১৮:১৭, ২২ জুলাই ২০২১

ভারী বর্ষণ: মুম্বাইয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

ভারী বর্ষণের কারণে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের একাধিক জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের পাশাপাশি রাজ্যের থানে ও পালঘর জেলায় ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাত হবে। তাই এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়।

বুধবার সকাল থেকেই মুম্বাই, থানে, পালঘর, রায়গড় জেলায় মুষলধারে বৃষ্টি হয়। রাতের দিকে হয় বৃষ্টিসহ বজ্রপাত। এ অবস্থায় ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

বৃষ্টির কারণে গত ২০ জুলাই মুম্বাইয়ে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি ছিল। ২১ জুলাই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়। আজ বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হবে জানিয়ে আবহাওয়া বিভাগ মুম্বাইসহ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করে।

বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন থেকে সবাইকে বাসাতে অবস্থান করতে বলা হয়েছে। খুবই জরুরি কাজ ছাড়া বাসার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে মুম্বাইয়ের বিভিন্ন স্থান ইতিমধ্যে পানিতে মগ্ন হয়ে পড়েছে। কুর্লা, চেম্বুর, আন্ধেরিসহ বিভিন্ন স্থান পানিতে ভাসছে। এই সব অঞ্চলের মানুষ গৃহবন্দী। জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। এমনকি লোকজন অনলাইন পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে ভবনধসে ৩৩ জন মারা যান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ