Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ২৫ জুলাই ২০২১
আপডেট: ২২:৩০, ২৫ জুলাই ২০২১

করোনা নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

এক সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তবে তার শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। তাই অনেকটাই সুস্থ আছেন তিনি। কিন্তু এমন সময়ে বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইতে হলো তাকে। 

টুইটারে মহামারি করোনাভাইরাসকে ‘ভয় পাওয়া উচিত নয়’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর সুস্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা জানানোর সময় জাভিদ এমন কথা লেখেন।

টুইটার পোস্টে তিনি আরও লেখেন, এক সপ্তাহ আগে করোনা পজিটিভ হলেও এখন আমি সম্পূর্ণ সুস্থ। উপসর্গগুলো খুবই সাধারণ ছিল। এমন আশ্চর্যজনক ভ্যাকসিনকে ধন্যবাদ। যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদেরকে নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য কোভিড বিধিনিষেধ মেনে চলা মানুষজনের জন্য ‘অবজ্ঞাপূর্ণ’ বলে নিন্দা করেছে বিরোধী দল লেবার পার্টি।

করোনাভাইরাস আক্রান্তদের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য ‘খুবই অসংবেদনশীল’।

এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “আমার শব্দচয়ণ দূর্বল ছিল, আমি অত্যন্ত দুঃখিত। আমি বলতে চাইছিলাম টিকা আমাদেরকে একত্রিত হয়ে ভাইরাস মোকাবেলা করতে প্রস্তুত করে, যার কারণে আমি কৃতজ্ঞ।”

নতুন এক টুইটে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, “আমি পুরনো লেখাটি মুছে দিয়েছি। অন্য অনেকের মতই আমিও এই ভয়ানক ভাইরাসের কাছে প্রিয়জনকে হারিয়েছি। আমি কখনওই করোনাভাইরাসকে অবজ্ঞা করে কথা বলতে চাইব না।”

উল্লেখ্য, লন্ডনের সাবেক মেয়র সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ