Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ২৬ জুলাই ২০২১
আপডেট: ২৩:৪০, ২৬ জুলাই ২০২১

কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পদত্যাগ

ভারতের কর্ণাটক রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছেন। সোমবার রাজ্য গভর্নর থাওয়ার চাঁদ গেহলটের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

ইয়েদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করা হলেও নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেয়া পর্যন্ত তাকেই কাজ করে যেতে আহ্বান জানিয়েছেন গভর্নর।

এইচ ডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ এই নেতা বি এস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হন। এ নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু কখনোই তিনি মেয়াদ পূরণ করতে পারেননি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকার পরে তাকে কারাগারে যেতে হয়।

এদিকে বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত দিচ্ছিলেন ইয়েদুরাপ্পা। শেষপর্যন্ত নিজের সিদ্ধান্তে পৌঁছালেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, দলীয় নেতৃত্ব যা নির্দেশ দেবে তিনি তাই মেনে নেবেন। তারপরই কর্ণাটকের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইয়েদুরাপ্পা।

গত কয়েক মাস ধরে কর্ণাটকের শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল ইয়েদুরাপ্পার। তাছাড়াও সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় চাপও বাড়ছিল তার ওপর। রাজনৈতিক মহলের ধারণা, দলের রাজ্য নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পদে রদবদলের দাবি করেছিল। যার জেরে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ