Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ২৮ জুলাই ২০২১
আপডেট: ১৪:৫৭, ২৮ জুলাই ২০২১

একদিনের ব্যবধানে ভারতে বাড়ল সংক্রমণ ও মৃত্যু

একদিনের ব্যবধানে ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। অথচ একদিন আগেই সেই সংখ্যা ছিল ৩০ হাজারের কম।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৬৫৪ জন, যা গতকালের তুলনায় ৪৭ শতাংশ বেশি। একদিন আগের তুলনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৪০ জন। অথচ একদিন আগে এই সংখ্যা ছিল ৪১৫।

এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫। এছাড়া এখন পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন।

সংক্রমণ বাড়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে বাড়লেও তা ৪ লাখের নিচে রয়েছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন। এখন পর্যন্ত ভারতে ৪৪ কোটি ৬১ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ