আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:১২, ২৫ আগস্ট ২০২১
ছয় মাসেই কমতে শুরু হয় ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা

ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার দুই ডোজ গ্রহণের ছয় মাসের মধ্যেই কার্যকারিতা কমতে থাকে। সম্প্রতি যুক্তরাজ্যে করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেডওই কোভিড স্টাডি নামে একটি গবেষণা সংস্থা সম্প্রতি ১ লাখ ২০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য নিয়েছে। তাদের সবাই ফাইজার-বায়োএনটেক অথবা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজই নিয়েছিলেন।
স্বেচ্ছাসেবকদের তথ্য পর্যালোচনা করে গবেষকরা দেখেছেন, ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ সম্পূর্ণ করার প্রথম মাসে মানবদেহে এর কার্যকারিতা থাকে ৮৮ শতাংশ, কিন্তু ৫ কিংবা ৬ মাস পর কার্যকারিতা নেমে আসে ৭৪ শতাংশে।
অন্যদিকে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ সম্পূর্ণ করা ব্যক্তিদের দেহে প্রথম মাসে এই টিকার কার্যকারিতা থাকে ৭৭ শতাংশ এবং ৫ বা ৬ মাসের মধ্যে টিকার কার্যকারিতা নামে ৬৭ শতাংশে।
গবেষক দলের প্রধান টিম স্পেকটর এ বিষয়ে বিবিসি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘গবেষণার ফলাফল স্বাভাবিকভাবেই উদ্বেগজনক। এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। যেখানে প্রতিদিনই সংক্রমণ ও সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে, সেখানে এই তথ্য জানার পরও আমরা চুপচাপ বসে থাকতে পারি না।’
অবশ্য করোনায় অধিকতর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকার তৃতীয় ডোজ দেওয়ার অনুমোদনের বিষয়টি যুক্তরাজ্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সেপ্টেম্বর থেকেই ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে বুস্টার ডোজ দেওয়া শুরু হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান