Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ২৭ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৫৭, ২৭ আগস্ট ২০২১

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাম্প্রতিককালে দেশটিতে বেড়েছে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজারেরও বেশি শিশু। আক্রান্ত এই শিশুদের প্রায় সবারই বয়স ১২ বা তার কম।

দেশটির ৫২ টি অঙ্গরাজ্যের ৩ টিতে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ঘটছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই রাজ্য তিনটি হলো ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাস।

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে এবং এই রোগীদের মধ্যে ২ দশমিক ৩ শতাংশই শিশু, যাদের বয়স ১২ বা তার চেয়ে কম।

১২ বছর বা তার চেয়ে কম বছর বয়সী শিশুদের উপযোগী কোনো করোনা টিকা এখন পর্যন্ত বাজারে আসেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, চলতি বছর শরৎ থেকে শিশুদেরকে ফাইজারের করোনা টিকা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।

চলতি বছর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে থাকার পর জুলাই থেকে যুক্তরাষ্ট্রে ফের বাড়তে শুরু করে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে দিনকে দিন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থির অবনতি হচ্ছে।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এই রোগে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। 

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১৪২ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৫১ হাজার ৯৫৬ জন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাস্থ্য উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি চলতি সপ্তাহে জানিয়েছেন, এখন থেকে টিকাদান কার্যক্রমের গতি বাড়ানো হলে আগামী বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে।

সূত্র : রয়টার্স

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ