Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:১০, ২২ সেপ্টেম্বর ২০২১

আফগান ইস্যুতে সার্ক দেশগুলোর বৈঠক বাতিল

আফগান ইস্যুতে সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনভুক্ত (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পূর্ব নির্ধারিত একটি বৈঠক বাতিল হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরপরই প্রতিবছর সার্কের বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছর নেপাল ছিল এই বৈঠকের আয়োজক দেশ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সার্কের ‘বেশিরভাগ সদস্য দেশ’ চেয়েছিল চলতি বছর বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাকুক। কিন্তু তাতে রাজি হয়নি পাকিস্তান। ফলে শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়ে যায়।

বর্তমানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশটিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে ২০১৬ সালে ইসলামাবাদে সার্কভূক্ত দেশগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু উরিতে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা তৈরি হওয়ায় সেই বৈঠক বাতিল হয়। এরপর থেকে মুখোমুখি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে উচ্চপর্যায়ের আর কোনো বৈঠক হয়নি।

বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম অধিবেশন চলছে। এরই মাঝে ২৫ সেপ্টেম্বর সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। তালেবানকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছে চীন এবং পাকিস্তান। কিন্তু তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অধিকাংশ দেশই ধীরে চলার নীতি অবলম্বন করছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ