Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ২ অক্টোবর ২০২১
আপডেট: ২১:১২, ২ অক্টোবর ২০২১

বিশ্বজুড়ে করোনা কেড়েছে অর্ধকোটি মানুষের প্রাণ

দেড় বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারিতে এখন পর্যন্ত অর্ধকোটি অর্থাৎ ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্সের পরিসংখ্যান বলছে এ তথ্য।

পরিসংখ্যানে উঠে আসা চিত্র বিশ্লেষণ করলে জানা যায়, করোনা মহামারি শুরুর এক বছরে ২৫ লাখ মানুষের মৃত্যু হয় সারাবিশ্বে আর বাকী ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে গত আট মাসের মধ্যে। করোনায় মৃত্যু এবং সংক্রমণের তালিকায় এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং ভারত।

গোটা বিশ্বে গত সপ্তাহেও গড়ে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে বা প্রতি মিনিটে মারা গেছেন পাঁচজন করে। যদিও সম্প্রতি মৃত্যুহার কমতির দিকে দেখা যাচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনার ডেল্টা ধরন সংক্রমণ ঘটাচ্ছে ১৯৪টি দেশের মধ্যে ১৮৭টি দেশে।

বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচিও অব্যাহত রয়েছে। টিকা বৈষম্য এখনও প্রকট ধনী ও গরীব দেশগুলোর মধ্যে। টিকা না নেওয়া ব্যক্তিরাই মূলত ডেল্টার ধরনে কাবু হচ্ছেন। হার মানছেন মৃত্যুর কাছে। এর মাঝেই রয়টার্সের পরিসংখ্যান জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছুঁলো।

পাশাপাশি, বিশ্বজুড়ে দিন দিন প্রকট হয়ে উঠছে করোনা টিকা বণ্টনে অসাম্যের বিষয়টি। বিশ্বের উন্নত অনেক দেশ যেখানে তাদের নাগরিকদের করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে, সেখানে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন পর্যন্ত করোনা টিকার একটি ডোজও নিতে পারেননি।

তবে এক্ষেত্রে আশার কথা হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের টিকা বিতরণ প্রকল্প কোভ্যাক্স ইনিশিয়েটিভসে কিছু পরিবর্তন এনেছে। ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ও টিকা বিতরণ বিভাগের প্রধান ম্যারিয়েঞ্জেলা সিমাও গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেছেন।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক বলেন, ‘অক্টোবর থেকে আমরা করোনা টিকা বণ্টনে কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। এখন থেকে আমরা শুধু সেসব দেশেই টিকা পাঠাব যারা এ পর্যন্ত সবচেয়ে কম টিকার ডোজ পেয়েছে বা একেবারেই পায়নি।’

কোভ্যাক্স কর্মসূচির আওতায় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ টি দেশে জনসংখ্যার অনুপাতে টিকা পাঠানো হয়েছে। মহামারি শুরুর পর থেকে বিশ্বের যেসব দেশে করোনায় মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে, সেগুলোর মধ্যে শীর্ষ তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও ভারতে টিকাদান কর্মসূচি জোর কদমে এগিয়ে চলছে। দু’টি দেশের সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫৬ শতাংশ এবং ভারতে ৪৭ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন।

তবে এই দু’দেশের তুলনায় বেশ পিছিয়ে আছে রাশিয়া, যে দেশটি বিশ্বে প্রথম করোনা টিকা উদ্ভাবন করেছিল। শনিবারের প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ৩৩ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ