নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৩১, ৮ অক্টোবর ২০২১
বাংলাদেশকে ১০ লাখ কোভিশিল্ড টিকা পাঠানোর অনুমতি পেল সেরাম

কোভিশিল্ড টিকা
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ফের টিকার রফতানি ও উপহার পাঠানো শুরু করতে যাচ্ছে ভারত। ফলে বাংলাদেশকে ১০ লাখ কোভিশিল্ডের ডোজ পাঠানোর অনুমতি পেয়েছে পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
বৃহস্পতিবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ছাড়াও নেপাল ও মিয়ানমারেও ১০ লাখ ডোজ করে রফতানি করবে সেরাম।
ভারতের বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত বায়োটেক ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পের অধীনে ইরানে কোভ্যাক্সিনের ১০ লাখ ডোজ পাঠাবে। চলতি মাসেই এ দুই টিকা প্রস্তুতকারী সংস্থা টিকা রফতানি শুরু করবে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, অক্টোবরে ‘ভ্যাকসিন মৈত্রী’র অধীনে ভার বায়োটেকের কোভ্যাক্সিনের ১০ লাখ ডোজ ইরানে রফতানি করা হবে। মিয়ানমার, নেপাল ও বাংলাদেশে ১০ লাখ করে ডোজ রফতানি করবে সেরাম।
সেরাম ইনস্টিটিউট প্রতি মাসে তাদের কোভিশিল্ড টিকার উৎপাদন বাড়িয়েছে। বর্তমানে মাসে ২০ কোটির বেশি ডোজ উৎপাদন করছে সংস্থাটি। উৎপাদন আরও বেড়ে ২২ কোটি ডোজ হবে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তারা ৬৬ কোটি টিকার ডোজ উৎপাদন করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
উল্লেখ্য, সেরাম ইন্সটিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের ওপর নির্ভর করেই চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। গত এপ্রিলের মাঝের দিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে টিকার রফতানি বন্ধ করে দেয় দেশটি। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ টিকার সংকটে পড়ে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান