Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ২৬ অক্টোবর ২০২১

ভালোবাসার মানুষকে বিয়ে করে রাজকুমারীর মর্যাদা হারালেন মাকো

মাকো ও কেই কোমুরো

মাকো ও কেই কোমুরো

অবশেষে বাগদানের চার বছর পর ভালোবাসার মানুষকে বিয়ে করলেন জাপানের রাজকুমারী মাকো। আর এই জন্য তাকে ছাড়তে হলো রাজকীয় মর্যাদা, পদবী ও সম্পদ।

কলেজে পড়ার সময় সহপাঠী কেই কোমুরোর প্রেমে পড়েন মাকো। অবশেষে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা। বাঁধা পড়লেন একে অপরের জীবনসঙ্গী হিসেবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার প্রেমিক কেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে নিজের রাজকীয় মর্যাদা, পদবী ত্যাগ করেছেন রাজকুমারী মাকো। তবে এরপরও খুব খুশি তিনি।

জাপানি রাজপরিবারের নিয়ম অনুযায়ী, রাজপুত্র অথবা রাজকুমারীরা রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজকীয় পদমর্যাদা হারায় এবং তাদের রাজপ্রাসাদের সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত হতে হয়।

জাপানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে বিয়ের রেজিস্ট্রি করার জন্য রাজকুমারী মাকো তার টোকিওর বাড়ি থেকে বের হন। বিয়ের পর নতুন স্বামীকে সঙ্গে নিয়ে অস্বাভাবিক খোলামেলা যৌথ এক সংবাদ সম্মেলনে কথা বলেন মাকো।

সেখানে তিনি জানান, টালমাটাল বাগদান পর্বের পর তার ‘অপরিবর্তনীয়’ স্বামীর সঙ্গে সুখী একটি জীবন গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। এমনকি স্বামী কেই কোমুরোকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ‘অসত্য’ খবর প্রকাশের কারণে তিনি খুবই দুঃখ, মানসিক চাপ ও ভীতিতে ভুগেছেন বলেও জানান মাকো।

তিনি আরও জানান, ‘আমাদের বিয়ের বিষয়ে অনেকের অনেক মতামত রয়েছে। তবে আমাদের কারণে কারও কষ্ট বা সমস্যা হয়ে থাকলে আমি খুবই দুঃখিত।

এদিকে মেয়েদের বিয়ের পর প্রাসাদ ত্যাগের সময় উপহার হিসেবে তাদেরকে অর্থ দেওয়ার রীতিও চালু আছে জাপানের রাজপরিবারে। সেই অনুযায়ী, বিয়ের পর রাজপরিবার থেকে মাকোর পাওয়ার কথা ১০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। কিন্তু রাজপরিবার থেকে তিনি কোনো অর্থ নেবেন না বলে আগেই জানিয়েছিলেন মাকো।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ