Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৫১, ৩০ জানুয়ারি ২০২২

প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক কর্নেলও

জাতিসংঘের কর্মকর্তা হত্যা : কঙ্গোতে ৫১ জনের মৃত্যুদণ্ড

নিহত জাইদা কাতালান ও মাইকেল শার্প

নিহত জাইদা কাতালান ও মাইকেল শার্প

যদিও কঙ্গোতে হত্যা মামলায় প্রায়শই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, কিন্তু দেশটি ২০০৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ ঘোষণা করার পর থেকে শাস্তিগুলো যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়।

জাতিসংঘের দুই তদন্ত কর্মকর্তাকে হত্যার অভিযোগে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ৫১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) মধ্য আফ্রিকার এই দেশটির একটি সামরিক আদালত ৫১ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বলে প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো।

রয়টার্স এবং আল-জাজিরার রিপোর্ট অনুযায়ী, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হত্যাকাণ্ডের শিকার জাতিসংঘের ওই দুই কর্মকর্তার নাম জাইদা কাতালান ও মাইকেল শার্প। জাইদা সুইডেনের নাগরিক এবং শার্প মার্কিন নাগরিক ছিলেন। তারা দু'জনই জাতিসংঘের বিশেষজ্ঞ ছিলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য বিশেষ তদন্ত চালাতে গিয়ে ২০১৭ সালে তারা হত্যাকাণ্ডের শিকার হন। নিখোঁজ হওয়ার ১৬ দিন পর ২০১৭ সালের ২৮ মার্চ একটি গ্রামে তাদের মৃতদেহ পাওয়া যায়। সেই সময় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বলা হয়, গভীর তদন্ত এবং প্রয়োজনীয় বিচারিক প্রক্রিয়া ছাড়া এ হত্যায় অংশগ্রহণকারী গোষ্ঠীর পরিচয়, সংশ্লিষ্টতা এবং উদ্দেশ্য সম্পূর্ণরূপে জানা যাবে না। তবে বর্তমানে কঙ্গোর কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের জন্য 'কামুইনা এনসাপু' নামক সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন।

কানাঙ্গার সামরিক আদালতে প্রসিকিউটররা ৫৪ আসামির মধ্যে ৫১ জনের মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন, যাদের মধ্যে ২২ জন পলাতক এবং যাদের অনুপস্থিতিতে বিচার চলছে।

প্রধান অভিযুক্তদের মধ্যে একজন কর্নেলও রয়েছেন যিনি প্রসিকিউটরদের মতে, সশস্ত্র গোষ্ঠী সাথে যোগসাজশ এবং তাদের গোলাবারুদ সরবরাহ করেছিলেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা বলছেন যে এই বিচার একটি সেট আপ। 

যদিও কঙ্গোতে হত্যা মামলায় প্রায়শই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, কিন্তু দেশটি ২০০৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ ঘোষণা করার পর থেকে শাস্তিগুলো যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ