Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১৩ ডিসেম্বর ২০২২

শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ১২ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উদ্ধারকৃত ১২ কেজি (১০৩৪ ভরি) সোনা বাজার মূল্য আট কোটি টাকা।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তথ্য ছিল এই ফ্লাইটে সোনা আসবে। এর ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালানো হয়। যাত্রী ছিল না এমন একটি আসনে অভিনব কায়দায় সোনার বারগুলো আনা হয়েছিল।

বিমানবন্দরে দায়িত্বে থাকা সব সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। কারা কীভাবে এসব সোনা এনেছে, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে।

আইনিউজ/এইচএ

Videoবিএনপির সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিবাদী অবস্থান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়