নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন। ছবি: আই নিউজ
“নৃত্যেই শাণিত হোক, সম্প্রীতির ঐকতান” এই শ্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কলেজ রোডস্থ শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুহ রোড, কলেজ রোড প্রদক্ষিণ করে পূনরায় কালীবাড়িতে এসে সমাপ্ত হয়।
নৃত্যশিল্পীরা বলেন, ‘আজ আন্তর্জাতিক নৃত্য দিবস, এই দিবসটি পালন করার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা মনে করি এই নৃত্যের সাথে যাঁরা সম্পৃক্ত রয়েছেন, তাঁদের সবার কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিয়।’
নৃত্যশিল্পী সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজু দেব বলেন, ‘একযোগে সারাদেশে আজ এই দিনটি উদযাপিত হচ্ছে। আমরা নৃত্যশিল্পী সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করছি। আনন্দ শোভাযাত্রায় সকল নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করছেন। সবাইকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা।’
নৃত্যশিল্পী সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অনিতা দেব বলেন, ‘জাঁ-জর্জেস নভেরা নামে অনেক বড় একজন নৃত্যশিল্পী ছিলেন। উনার জন্ম হয়েছিল ১৭২৭ সালের ২৯ এপ্রিল প্যারিসে। তিনি সপ্তদশ শতাব্দীতে ফ্রান্স ও গোটা ইউরোপের নিপীড়িত, নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র নৃত্যের মাধ্যমে তুলে ধরেছিলেন। সেটাকে কেন্দ্র করে ইউনেস্কো ১৯৮২ সালের ২৯ এপ্রিল উনার জন্মদিবসকে লক্ষ্য করে এই আন্তর্জাতিক নৃত্য দিবসটি ঘোষণা করেন। যা আমরা প্রতিবছর এখন পালন করে আসছি, এবং এই দিনটি আমাদের নৃত্য শিল্পীদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ একটি দিন। আমরা আশা করব, আমরা সঠিক সংস্কৃতিকে পালন করব এবং এই দিনটিকে গর্বিত করার লক্ষ্যে সকল নৃত্যশিল্পী এক হয়ে কাজ করব।’
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার