Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬,   মাঘ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৩, ২২ জানুয়ারি ২০২৬

দেশকে বাঁচাতে ও গণতন্ত্রের সূচনায় ধানের শীষে ভোট দিতে হবে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “১৯৭১ সালে একটি দল দেশকে দাসখত দিয়েছিল, আর গত ১৬ বছর আরেকটি দল একই কাজ করেছে। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রের সূচনা করতে ও মানুষের ভাগ্যের পরিবর্তনে ধানের শীষে সিল মারতে হবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “একটি রাজনৈতিক দল আছে, যাদের ভূমিকা আমরা ৫০ বছর আগে দেখেছি। তারা নিরীহ মা-বোনদের বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এটি শুধু মুনাফেকি নয়, রীতিমতো শিরক। তারা ১৯৭১ সালে মানুষ হত্যা করেছে, আর এখন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা ভোটের আগে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লোক ঠকাচ্ছে, তারা ক্ষমতায় গেলে কীভাবে জনগণকে ঠকাবে এ বিষয়ে সবাইকে ভাবতে হবে।”

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। “রাজনৈতিক অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছরে আমরা অনেককে হারিয়েছি। এই সময়ে ব্যালট ছিনতাই, ডামি ভোটার ও নিশিরাতের নির্বাচন হয়েছে সবই আমরা দেখেছি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “যারা আজ পালিয়ে গেছে, তারাই মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তারাই ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষকে হত্যা ও গুম করেছে এবং মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করেছে।”

নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “টেক ব্যাক বাংলাদেশ কর্মসূচির অর্ধেক আমরা ইতোমধ্যে বাস্তবায়ন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচনে বিএনপি বিজয়ী হলে নবীজি (সা.)-এর ন্যায়ের আদর্শে দেশ পরিচালিত হবে এবং জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া হবে।”

জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়