Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬,   মাঘ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ২০ জানুয়ারি ২০২৬

১০ দলীয় জোটের সিদ্ধান্ত

মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী সরালো জামায়াত, লড়াইয়ে ৬ জন

অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। ছবি: আই নিউজ

অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। ছবি: আই নিউজ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার পর তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুক মিয়া।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার এমন কোনো গ্রাম নেই, যেখানে তিনি যাননি। প্রার্থী হিসেবে তিনি অত্যন্ত যোগ্য ছিলেন এবং ভোটের মাঠে তাঁর পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছিল। তবে ১০ দলীয় জোটের ঐক্যের স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনায় তিনি স্বেচ্ছায় তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলীয় স্বার্থে তিনি নিজেকে কোরবানি দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সিদ্ধান্তে নেতাকর্মীরা ব্যথিত হলেও জোটের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

বৈধ প্রার্থীরা ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান
এবং জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ জরিপ হোসেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়নপত্র প্রত্যাহার করায় মৌলভীবাজার-৪ আসনে ভোটের মাঠে এখন ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়