নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে তারেক রহমানের জনসভা ঘিরে প্রস্তুত বিএনপি
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যটননগরী ও চায়ের দেশখ্যাত মৌলভীবাজারে এক বিশাল জনসমাবেশে যোগ দিতে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জেলার হাট-বাজার, চা-বাগান ও গ্রামাঞ্চলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের এই জনসমাবেশ।
এই সমাবেশকে সফল করতে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সমাবেশস্থল আইনপুর মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান। এ সময় তিনি বলেন, “বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট হয়ে মৌলভীবাজারে আসছেন, এটি আমাদের জন্য গর্বের। তার আগমনে এ অঞ্চলের মানুষ আরও অনুপ্রাণিত ও প্রাণবন্ত হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, জনসমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আইনপুর মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক আয়োজন চলছে পুরোদমে। বিপুল জনসমাগমের প্রত্যাশায় সকল দিক বিবেচনায় রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে। জনসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকেও সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সকালে তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। সকাল ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার পর সড়কপথে মৌলভীবাজারে এসে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন। এ জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হবে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও একটি জনসভায় যোগ দেবেন।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, “শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এ জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছি। প্রস্তুতি প্রায় সম্পন্ন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন।”
এদিকে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, “সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি আমাদের নিবিড় নজরদারিতে রয়েছে।”
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























